নওগাঁর মান্দায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে মো. শরিফ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
Advertisement
মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কশব ইউনিয়নে তুড়ুকবাড়িয়া গ্রামের আকন্দ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মো. শরিফ কশব ইউনিয়নে তুড়ুকবাড়িয়া গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা জানান, গত ৪ জুলাই তুড়ুকবাড়িয়া হাইস্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তড়ুকবাড়িয়া মোড় থেকে শরিফ ক্যারাম খেলে বাড়ি ফিরছিলেন। এসময় শরিফের উপস্থিতি টের পেয়ে একই গ্রামের মো. আহম্মদের ছেলে মো. সুলতান ও মো. জিয়াউর রহমানের ছেলে পারভেজ ধারাল হাসুয়া দিয়ে পেছন থেকে শরিফের পিঠে কোপ দেয়। এসময় আহত শরিফ বাঁচার জন্য দৌড় দিয়ে রাস্তার ওপর পড়ে যান। এরপর তারা দুজন মিলে আবারও শরিফের পিঠে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। পরে আহত শরিফ তার নিজ বাড়ির বারান্দায় এসে পড়ে যান। পরিবারের লোকজন চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার সময় মারা যান তিনি।
Advertisement
শরিফ হত্যার বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়লে লোকজন সুলতানের বাড়ি ঘেরাও করে রাখে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় সুলতানের মা সেলিনাকে নিরাপত্তার জন্য থানায় নিয়ে যায় পুলিশ।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। নিহত শরিফের মরদেহ সকালে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মশিউর রহমান/এএইচ/জিকেএস
Advertisement