‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, শিক্ষার্থীদের লেখাপড়া বাদ দিয়ে রাস্তায় আন্দোলন অযৌক্তিক। এই কথা আমাদের হৃদয়ের রক্তক্ষরণ করেছে। আমরাও পড়াশোনা নিয়ে থাকতে চাই। তবে বৈষম্য আমরা মেনে নেবো না। তাই ছাত্রসমাজ সিদ্ধান্ত নিয়েছি কোটা প্রথার যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত রাজপথই হবে আমাদের পড়ার টেবিল।’
Advertisement
কোটা সংস্কার আন্দোলন চলাকালে উত্তপ্ত রোদে রাস্তায় পড়তে বসে এমন মন্তব্য করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোকপ্রশাসন বিভাগের ছাত্র ফয়সাল মাহমুদ জয়।
বুধবার (১০ জুলাই) পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা ১১টায় নগরীর দেওয়ানহাট ওভারব্রিজের নিচে রেললাইনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে দুপুর ১টায় নগরীর টাইগারপাস অবরোধ করেন তারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারপাস মোড় অবরুদ্ধ রয়েছে।
শিক্ষার্থীদের রেললাইন অবরোধে ঢাকা-সিলেটগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে টাইগারপাস মোড়ে অবস্থানের কারণে সেখান থেকে নিউমার্কেট, বন্দর, জিইসি, একে খান সড়কে সম্পূর্ণ বন্ধ রয়েছে যান চলাচল।
Advertisement
এর আগে সকাল পৌনে ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে চড়ে ১৭ কিলোমিটার দূরে দেওয়ান হাটে আসেন শিক্ষার্থীরা। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যোগ দেন চট্টগ্রামের অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা।
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর চবি সমন্বয়ক রাসেল বলেন, ‘আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে সকাল-সন্ধ্যা সড়ক ও রেলপথ অবরোধের সিদ্ধান্ত নিয়েছি। সকাল ১০টা থেকে আমাদের অবরোধ কার্যক্রম শুরু হয়েছে এবং সূর্যাস্ত পর্যন্ত চলবে। আমাদের দাবি মেনে নেওয়া না হলে এর চেয়ে কঠোর কর্মসূচি আসবে সামনে।’
চট্টগ্রাম স্টেশনের মুখপাত্র জানান, বেলা ১১টা পর্যন্ত সব ট্রেন যথাসময়ে গন্তব্যে ছেড়ে গেছে। তবে এখন শিডিউল বিপর্যয় ঘটছে। কোনো ট্রেন চট্টগ্রাম ছেড়ে যেতে পারছে না। আবার চট্টগ্রামেও আসছে না।
আহমেদ জুনাইদ/এসআর/জিকেএস
Advertisement