কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অবরোধ করে বিক্ষোভ করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীসহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষির্থীরা।মুষলধারে বৃষ্টির মাঝেও তারা মহাসড়ক ছাড়েনি। আন্দোলন অব্যাহত রেখেছে। এতে মহাসড়কের দুই লেনেই আটকা পড়েছে যানবাহন।
Advertisement
সারাদেশে সকাল সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১০ জুলাই) বেলা ১১টা থেকে মহাসড়কের কুমিল্লা কোটবাড়ী এলাকায় শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি শুরু করে। দুপুর ১টা ৪০ মিনিটের মুষলধারে বৃষ্টি শুরু হয়। এতেও তারা বিক্ষোভ অব্যাহত রাখে।
সরেজমিনে দেখা যায়, বৃষ্টি শুরু হলে অবরোধকারীদের কেউ ছাতা মাথায়, কেউ আবার ছাতা ছাড়াই রাস্তায় স্লোগান আর বিক্ষোভে মাতিয়ে রেখেছেন মাহাসড়ক।
এসময় তারা ‘লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, আমার সোনার বাংলায়, বৈষ্যমের ঠাই নাই, লেগে ছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে' ইত্যাদি বলে স্লোগান দিতে দেখা যায়।
Advertisement
এ বিষয়ে ২০২০-২১ সেশনের অর্থনীতি বিভাগের আলামিন বলেন, একই দেশ, একই জাতি, একই ভাষা তবুও কেন এত বৈষম্য থাকবে। ঝড়-বৃষ্টি-তুফান হোক দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রেজাউল রহমান আয়াত বলেন, বৈরী আবহাওয়ার মধ্যেও আন্দোলন চলছে। কারণ আমরা কোটা প্রথার সংস্কার চাই। দাবি আদায় না করে রাজপথ ছাড়বো না।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, আন্দোলনের ফসল নিয়ে ঘরে ফিরবো। যৌক্তি দাবি মেনে নেওয়া হোক। আমরা এর চূড়ান্ত সমাধান চাই। আমরা চাই, অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম ৫ শতাংশে এনে সংসদে আইন পাস করে এ পদ্ধতি সংশোধন করতে হবে।
জাহিদ পাটোয়ারী/এএইচ/এএসএম
Advertisement