নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. আশরাফুল ইসলাম (৭) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (১০ জুলাই) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
Advertisement
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের খালু সোহেল রানা জানান, আশরাফুল একটি মাদরাসায় পড়াশোনা করত। সকালে মাদরাসায় যাওয়ার দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
Advertisement
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
এমআরএম/এএসএম