সাহিত্য

কবি মাকিদ হায়দারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের সময়সূচি

সত্তর দশকের অন্যতম গুরুত্বপূর্ণ ও রাজনীতি সচেতন কবি এবং বাংলা একাডেমির ফেলো মাকিদ হায়দারের মরদেহ বাংলা একাডেমিতে নেওয়া হবে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ আজ দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত একাডেমির নজরুল মঞ্চে রাখা হবে।

Advertisement

বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

কবি মাকিদ হায়দার মারা গেছেন 

Advertisement

মাকিদ হায়দার ১০ জুলাই সকাল ৯টা ৫ মিনিটে রাজধানীর উত্তরার নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

দুপুরে শ্রদ্ধা নিবেদনের পর সেখান থেকে সরাসরি নেওয়া হবে কবির গ্রামের বাড়ি পাবনায়। সেখানে পারিবারিক কবরস্থানে শায়িত হবেন কবি।

কবি মাকিদ হায়দার ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর পাবনার দোহারপাড়ায় জন্মগ্রহণ করেন। বাবা হাকিমউদ্দিন শেখ ও মা রহিমা খাতুন। মাকিদ হায়দারের ভাই রশীদ হায়দার, জিয়া হায়দার, দাউদ হায়দার, জাহিদ হায়দার, আবিদ হায়দার ও আরিফ হায়দার সাহিত্য-সংস্কৃতির সঙ্গে জড়িত।

তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য- রোদে ভিজে বাড়ি ফেরা, আপন আঁধারে একদিন, ও পার্থ ও প্রতিম, কফিনের লোকটি, যে আমাকে দুঃখ দিলো, প্রিয় রোকানালী, মুমুর সাথে সারা দুপুর। এ ছাড়া একটি গল্পগ্রন্থ ও একটি প্রবন্ধের বই আছে।

Advertisement

এসইউ/