খেলাধুলা

‘সবাই ভেবেছে ফাইনালে উঠা গোলাপের বিছানা হবে, আসলে তেমন না’

আরও একটি ‍টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনা। সবশেষ কোপা আমেরিকা, বিশ্বকাপ জিতিয়েছিলেন লিওনেল স্কালোনি। এই কোচের অধীনেই আরও একবার ফাইনালে এসেছে আর্জেন্টিনা। রোববার শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে উরুগুয়ে অথবা কলম্বিয়া।

Advertisement

কানাডার বিপক্ষে সেমিফাইনালে জিতে এবারের ফাইনাল নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার। এরপর স্কালোনি বলেছেন, ‘এটা গর্ব করার মতো বিষয়। আমার সমস্ত কৃতজ্ঞতা খেলোয়াড়দের জন্য। আমরা প্রশংসিত ও সফল হয়েছি। এবার এখানে আসা, আগের চেয়ে দ্বিগুণ কষ্ট হয়েছে।’

এতটুকু আসা যে সহজ ছিল না তা জানিয়ে আলবিসেলেস্তে কোচ বলেন, ‘প্রত্যাশা অনেক উঁচুতে। সবাই ভেবেছে এটা হবে গোলাপের বিছানার মতো, কিন্তু একদমই তেমন কিছু ছিল না। কানাডা আজকে তা প্রমাণ করেছে কঠিন প্রতিপক্ষ হয়ে।’

এবারের কোপা আমেরিকায় কঠিন পথ পাড়ি দিতে হয়েছে আর্জেন্টিনাকে। কোয়ার্টার ফাইনালে তারা ইকুয়েডরের বিপক্ষে জয় পায় টাইব্রেকারে। এবার সেমিফাইনালেও কানাডা বেশ ভালো প্রতিদ্বন্দ্বীতা করেছে। তবুও শিষ্যদের নিয়ে হতাশ নন স্কালোনি। তিনি বলেন, ‘আমাদের কয়েকদিনের বিশ্রাম আছে। আমরা চেষ্টা করবো ফাইনালে দারুণ একটা ম্যাচ খেলতে। আমার মনে হয় দল প্রতিটি ম্যাচেই ভালো কিছু ব্যাপার করেছে। এই ছেলেদের নিয়ে হতাশ হওয়া অসম্ভব।’

Advertisement

আইএইচএস/এমএস