খেলাধুলা

কোহলির ‘বিরাট’ মহানুভবতা

মাঠের বিরাট কোহলি অনেকের কাছে অহংকারী, দাম্ভিক কিংবা হিংসুটে। কিন্তু ক্রিকেট ব্যাট হাতে প্রতিনিয়ত সেগুলোর জবাব দিচ্ছেন বিরাট কোহলি। রানের পর রান করে সমালোচনার জবাব দিচ্ছেন ভারতীয় এই ব্যাটসম্যান। মাঠের বাইরের বিরাট কোহলিকে হয়তো অনেকেই চেনে না। এবার কোহলির মানবিক দিকটাও ফুটে উঠলো সবার সামনে। পুনেতে বিরাট কোহলি ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় বৃদ্ধাশ্রম ‘অভালমায়া’ পাশে দাঁড়াল। ৫৭ বৃদ্ধ-বৃদ্ধার পাশে দাঁড়ালেন কোহলি। আইপিএলের এবারের আসরের ফাঁকে পুনেতে খেলতে এসে সেই ফাউন্ডেশনে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আসলেন বর্তমান সময়ের সেরা এই ব্যাটসম্যান।কোহলির সেখানে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কোহলি পরবর্তীতে বলেন, ‘খুব কাছের মানুষরাই এনাদেরকে এখানে নিয়ে আসেন। পরিবারের বৃদ্ধ সদস্যদের দেখাশোনার দায়িত্ব আমাদেরই। যারা এভাবে বৃদ্ধাশ্রমে নিয়ে আসেন বয়স্ক মানুষদের তাঁরা খুবই ভুল করেন।’ আরআর/আরআইপি

Advertisement