সম্প্রতি দেশের একটি বেসরকারি সম্প্রচারমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে এসেছে বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের তথ্য। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ছয় কর্মকর্তা-কর্মচারীর একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। ওই সিন্ডিকেটেরই অভিযুক্ত কর্মচারীদের একজন পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন।
Advertisement
ওই প্রতিবেদন প্রকাশের পর থেকে সামাজিক মাধ্যমে বেরিয়ে আসছে আবেদ আলীর নানা দিক। একই সঙ্গে আলোচনায় এসেছেন তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামও।
গত দুদিনে তাদের নানা কর্মকাণ্ডের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এসবের মধ্যে আছে উড়োজাহাজ ও প্রাইভেটকারে ভ্রমণ, সমুদ্রপাড়ে সৈয়দ আবেদ আলীর নামাজ পড়ার বিভিন্ন ছবি। পাশাপাশি ভাইরাল হচ্ছে ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের ফলোয়ারদের প্রতি নানা উপদেশ ও তার নিজস্ব জীবনদর্শন-সংবলিত পোস্ট। এরই মধ্যে আবেদ আলী, তার ছেলে সিয়ামসহ ১৭ জন গ্রেফতার হয়েছে।
গ্রেফতার হওয়ার দুদিন আগে আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম তার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে নিজের একটি ছবি দিয়ে ক্যাপশনে ইংরেজিতে লিখেছেন, ‘লাইফ ইজ বিউটিফুল।’
Advertisement
আরও পড়ুন
দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত আবেদ আলীসহ ৭ জন প্রশ্নফাঁস: আবেদ আলীসহ ১৭ জন আদালতে কুলি থেকে কোটিপতি পিএসসির গাড়িচালক আবেদ আলীপাঁচদিন আগে একটি ভিডিও দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘সর্বদা মনে রাখবেন প্রতিশোধের চেয়ে উত্তম হচ্ছে সবর ও দু’আ......।’
সিয়াম ফেসবুকের এক পোস্টেই বাবা আবেদ আলীকে নিয়ে লিখেছিলেন, ‘সন্তান হিসেবে গর্ব করার মতো অনেক কিছু দিয়েছেন এই মানুষটা। বিনিময়ে দেওয়ার কোনো সুযোগ পাইনি কখনো। জন্মের পর থেকে কোনো কিছু চাইতে হয়নি। প্রয়োজন অনুভব করার আগেই পেয়ে গেছি।’
তিনি ওই পোস্টে আরও লিখেন, ‘তার রক্তে-ঘামে অর্জিত সাম্রাজ্য ভোগ করছি আমরা তিন ভাই-বোন। আমাদের কাছে তিনিই সব। আমার জীবনের সব গল্পের একমাত্র হিরো আমার বাবা।’
Advertisement
গত ২ জুলাই একটি ছবি দিয়ে সিয়াম লিখেন, শেষ বেলায় মুখে এইটুকু হাসি রেখেই বিদায় জানাতে চাই দুনিয়ার এই পার্থিব জীবনকে.....।
গত ২৪ মে সৈয়দ সোহানুর রহমান সিয়াম তার ফেসবুক ফলোয়ারদের টাকার পেছনে না ছোটার পরামর্শ দিয়ে লিখেন, টাকা টাকা করে হয়ে যাচ্ছ অন্ধ, এভাবে চলতে থাকলে বিবেকের দরজা ঠিক হয়ে যাবে বন্ধ। টাকার প্রয়োজন আছে কথা সত্য। তবে টাকায় হওয়া যাবে না মগ্ন।
বাবার নামাজ পড়ার একটি ছবি গত ১৯ মে পোস্ট করে সিয়াম লিখেন, আব্বু কুয়াকাটা গিয়েছিল একটা ব্যবসায়িক সফরে। সেখানে স্থানীয় এক ছোট ভাই ছবিটি তুলে ইনবক্সে দিল। সাধারণত আব্বু কোনো ওয়াক্তের নামাজ অবহেলা করে না, যখন যেখানে থাকে তখন সেখানেই পাক-পবিত্র জায়গা খুঁজে নামাজ আদায় করে নেয়। খুব সম্ভবত সৃষ্টিকর্তার প্রতি গভীর ভালোবাসা না থাকলে এটা সম্ভব নয়। আল্লাহ আমার বাবাকে কবুল করুক।
ছবিটিতে দেখা যায়, পিএসসির প্রশ্নপত্র ফাঁসে অভিযুক্ত সৈয়দ আবেদ আলী সমুদ্রপাড়ের মতো খোলা জায়গায় তোষকের ওপর নামাজ পড়ছেন।
এছাড়াও আবেদ আলীর ছেলে সিয়ামের ফেসবুক ঘেঁটে দামিদামি গাড়ির ছবি পাওয়া গেছে। তার বাবার বিভিন্ন কার্যক্রমের পোস্টও করেছেন তিনি।
সৈয়দ সোহানুর রহমান সিয়ামের ফেসবুক পেজটি ভেরিফায়েড। তার প্রোফাইল থেকে জানা গেছে, তিনি ছাত্রলীগের ঢাকা উত্তর শাখার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক। মাদারীপুর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি। তার পড়াশোনা দেশের বাইরে, ভারতের শিলিগুড়িতে। অবশ্য গ্রেফতার হওয়ার পর ছাত্রলীগ তাকে পদ থেকে অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।
টিটি/এমআইএইচএস/এমএস