জাতীয়

মুক্ত খালেদাকে কীভাবে মুক্তি দেবো, বুঝে উঠতে পারছি না

‘মুক্ত’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কীভাবে মুক্তি দেবেন তা বুঝে উঠতে পারছেন না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

Advertisement

মঙ্গলবার (৯ জুলাই) সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

খালেদা জিয়া আবারও অসুস্থ হয়ে পড়েছেন, বিএনপির পক্ষ থেকে তার মুক্তি দাবি করা হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আনিসুল হক বলেন, দেখেন আমি একটা কথা বুঝতে পারছি না। খালেদা জিয়া মুক্ত, এ মুক্ত মানুষকে আবার কী করে মুক্তি দেবো আমি তো বুঝে উঠতে পারছি না।

আরও পড়ুন

Advertisement

সরকার খালেদাকে নিঃশর্ত মুক্তি দিলে আমরাই চিকিৎসাব্যবস্থা করবো শারীরিক অবস্থার হঠাৎ অবনতি, হাসপাতালে ভর্তি খালেদা জিয়া কোটা নিয়ে সব পক্ষের বক্তব্য শুনে ন্যায়বিচার করবেন আদালত

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া কারাবন্দি ছিলেন। নির্বাহী আদেশে খালেদা জিয়ার দণ্ড স্থগিত রয়েছে। তার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ ছয় মাস ছয় মাস করে বাড়ানো হচ্ছে।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতা বাড়লে মাঝে মাঝে তাকে হাপাতালে নিতে হচ্ছে। সম্প্রতি তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে।

এর আগে সোমবার (৮ জুলাই) খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হচ্ছে না দাবি করে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরএমএম/ইএ/এএসএম

Advertisement