সাহিত্য

অনিন্দ্য নূরের কবিতা: চোখে শতাব্দির দৃষ্টিভ্রম

তোমার পরম নীল জ্যোৎস্নার উপাখ্যানেআমি আদিম অন্ধকার বিধৌত নক্ষত্র।স্বপ্ন-পোড়া চোখে দুর্মর স্মৃতির বাঁধ ভাঙেসোডিয়ামের মেকি আলোয় সঙ্গীন দীর্ঘশ্বাস।কত শত কালো বর্ণের অন্তিম চিরকুটেপ্রবীণ ডাকঘরে বুক ভরে গেছে সমাধির স্তূপেতোমাকে নিবেদিত প্রাণের পাণ্ডুলিপি লেখেপথ ফুরোয় ধুলামাখা এই পৃথিবীর পথ।

Advertisement

স্বচ্ছ নির্বাক কাঁচের মতো চোখ আর কাঁদে না—রেটিনায় জলরং মুছে গেছে গোধূলি রাঙাতেইবেওয়ারিশ নিশ্বাসও স্পর্শ করতে পারেনি কোনোদিনকোনো পাঁজরের পুষ্পরেণু কিংবা হৃদয়।মৃত্তিকার ভারে ডুবে যায় আকাশ অবধি শূন্যতায়জগতের চাকচিক্য আর কোলাহল মলিন হয় নীরবতায়।

এসইউ/জিকেএস

Advertisement