ক্যাম্পাস

কোটা সংস্কার দাবিতে পাবিপ্রবি শিক্ষার্থীদের মশাল মিছিল

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। সোমবার (৮ জুলাই) রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়।

Advertisement

মিছিল শেষে প্রধান ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মেধা না কোটা? কোটা কোটা’সহ কোটাবিরোধী নানা স্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, স্বাধীনতার এত বছর পরে এসেও কোটা ব্যবস্থা মেনে নেওয়া যায় না। এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধার অবমূল্যায়ন করা হচ্ছে। ২০১৮ সালে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এই কোটা ব্যবস্থা বাতিল করা হয়েছিল। আবার কোন উদ্দেশ্যে এটা বহাল হলো তা অজানা।

তারা বলেন, এই আন্দোলন আমাদের অধিকার আদায়ের আন্দোলন। আমরা আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে পিছু হটবো না।

Advertisement

আমিন ইসলাম জুয়েল/এফএ/জেআইএম