গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ওই ট্রেনের ময়মনসিংহ ও জামালপুরগামী শত শত যাত্রী।
Advertisement
সোমবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় ঢাকা থেকে জামালপুর কমিউটার ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে শ্রীপুর স্টেশনে প্রবেশ করার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়।
জামালপুরের যাত্রী হোসনে আরা বলেন, স্বামী-সন্তানসহ তিনি জামালপুরে যাবেন। ট্রেন আটকা পড়ায় বিপাকে পড়েছেন। কখন ট্রেন ছাড়বে তা অনিশ্চিত।
এদিকে শ্রীপুর পৌর শহরের একমাত্র সড়ক ডিবি রোডে আটকাপড়া ট্রেনের কারণে যানচলাচল বন্ধ রয়েছে।
Advertisement
ট্রেনের চালক আবুল হোসেন বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে ট্রেনটি শ্রীপুর স্টেশনে প্রবেশ করে থামার আগেই হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে অনেক চেষ্টা করেও ইঞ্জিন সচল করতে পারিনি। উদ্ধারকারী ইঞ্জিন এসে ট্রেনটি নিয়ে যাবে।
শ্রীপুর স্টেশনের স্টেশন মাস্টার সাইদুল রহমান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তবে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আমিনুল ইসলাম/এসআর/এমএস
Advertisement