খেলাধুলা

রাজিয়ার পর মিথিলা, আরেক নারী ফুটবলারের অকাল মৃত্যু

চার মাসেরও কম সময়ের ব্যবধান অকালে মুত্যু হলো লাল-সবুজ জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করা আরেক নারী ফুটবলারের। গত ১৪ মার্চ সন্তান জন্ম দেওয়ার পর হাসপাতালে নেওয়ার পথেই মারা যান সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়ন দলের সদস্য রাজিয়া খাতুন। এবার বেশ কিছুদিন রোগভোগের পর সোমবার মারা গেছেন এএফসি অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৫ দলে খেলা নারী ফুটবলার মিথিলা আক্তার।

Advertisement

নারায়ণগঞ্জ থেকে উঠে আসা ফুটবলার মিথিলা লিভার ও শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছিলেন। শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ফুটবল ছেড়ে বিয়ে করেছিলেন। কিন্তু সে বিয়ে টিকেনি বলে জানিয়েছেন মিথিলার ঘনিষ্ঠজনরা।

হাসপাতালে চিকিৎসা নিতেন, একটু সুস্থ হলে আবার বাসায় ফিরে যেতেন। এভাবেই চলছিল তার জীবন। অবশেষে ২৩ বছর বয়সেই এই নারী ফুটবলার চলে গেলেন না ফেরার দেশে।

মিথিলার মৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

Advertisement

আরআই/এমএমআর/এমএস