জাতীয়

গুলিস্তানের জিরো পয়েন্টে জবি শিক্ষার্থীদের অবরোধ

সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আজও আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Advertisement

সোমবার (৮ জুলাই) তাঁতীবাজার মোড়ের পুলিশের ব্যারিকেড ভেঙে গুলিস্তান জিরো পয়েন্টে এসে অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বের হওয়ার পর বারবার পুলিশি বাধার সম্মুখীন হয়েছেন তারা।

এসময় শিক্ষার্থীরা কোটা বাতিলসহ বিভিন্ন স্লোগান দেন। জিরো পয়েন্ট অবরোধের কারণে আশপাশের সদরঘাট, শাহবাগ, পল্টন, সায়েদাবাদ রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে অবরোধ করছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে দেখা গেছে।

Advertisement

আরও পড়ুন

কোটাবিরোধীদের দখলে শাহবাগ, যান চলাচল বন্ধ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিশাদ বলেন, আমরা আন্দোলনের জন্য মিছিল নিয়ে বের হয়েছি। পুলিশ বার বার আমাদের বাধা দিয়েছে। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডাও হয়েছে। যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি। কোটা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

আরএএস/এসআইটি/এমএস

Advertisement