খেলাধুলা

টস হেরে ব্যাটিংয়ে মুস্তাফিজের হায়দারাবাদ

মুস্তাফিজুর রহমান এবার মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রাইজিং পুনে সুপার জায়ান্টসের মুখোমুখি সানরাইজার্স হায়দারাবাদ। এই ম্যাচের শুরুতে অবশ্য টস ভাগ্যটা গেলো মহেন্দ্র সিং ধোনির পক্ষেই। টস জিতেই বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ধোনি। আমন্ত্রণ পেয়ে ব্যাট করতে নামবে সানরাইজার্স হায়দারাবাদ।মুস্তাফিজের বোলিং ণৈপু্ন্য এবং ব্যাটসম্যাদের রানে ফেরায় টানা তিন ম্যাচ জয় পেয়েছে সানরাইজার্স হায়দারাবাদ। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে বিস্ময় সৃষ্টি করেন তিনি। সেই মুস্তাফিজ আজ মাঠে নামবে বলে পুরো রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের গ্যালারি ভর্তি হয়ে যায় দর্শকে। তবে মুস্তাফিজের বোলিং দেখতে হলে কিছুক্ষণ অপেক্ষা করতেই হচ্ছে দর্শকদের। কারণ টস হেরে ব্যাট করবে সানরাইজার্স হায়দারাবাদ। এবারের আইপিএলে টস জয় মানেই ম্যাচ জয়- এটা যেন ৮০ ভাগ সত্যি কথায় রূপান্তরিত হয়েছে। কারণ টস জিতে প্রথমে ফিল্ডিং, পরে রান তাড়া করতে নেমে জয় পাচ্ছে প্রায় প্রতিটি দলই। মহেন্দ্র সিং ধোনিও তাই টস জিতে নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।অ্যালবি মর্কেলেরে পরিবর্তে আজ মাঠে ফিরছেন মিচেল মার্শ। আর অঙ্কিত শর্মার পরিবর্তে পুনের দলে ফিরছেন অশোক দ্বিন্দ্বা। তবে ধোনির পুনের জন্য এই ম্যাচটি পুরোপুরি বাঁচা-মরার। কারণ টানা কয়েকটি ম্যাচ হেরে যাওয়ার কারণে তারা রয়েছে কোনঠাসা অবস্থায়।মুস্তাফিজের দল সানরাইজার্সে ফিরছেন আশিস নেহরা। বারিন্দার স্রানের পরিবর্তে নেহরাকে নেয়া হচ্ছে দলে। সানরাইজার্স হায়দারাবাদডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান, আদিত্য তারে, ইয়ন মরগ্যান, দীপক হুদা, মইসেস হেনরিক্স, নোমান ওঝা, বিপুল শর্মা, ভুবনেশ্বর কুমার, মুস্তাফিজুর রহমান, আশিস নেহরা। রাইজিং পুনে সুপারজায়ান্টসআজিঙ্কা রাহানে, ফ্যাফ ডু প্লেসিস, স্টিভেন স্মিথ, থিসারা পেরেরা, মহেন্দ্র সিং ধোনি, মিচেল মার্শ, রজত ভাটিয়া, সৌরভ তিওয়ারি, রবিচন্দ্রন অশ্বিন, মুরুগান অশ্বিন, অশোক দ্বিন্দ্বা।আইএইচএস/এবিএস

Advertisement