স্বাস্থ্য

আগামী সংসদ অধিবেশনে উপস্থাপন হবে স্বাস্থ্য সুরক্ষা আইন

আগামী সংসদ অধিবেশনে স্বাস্থ্য সুরক্ষা আইনের বিষয়টি উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সমান্ত লাল সেন।

Advertisement

সোমবার (৮ জুলাই) সকাল ৮টায় রাজধানীর মিটফোর্ড হাসপাতাল পরিদর্শন শেষে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে তোড়জোড় করছে মন্ত্রণালয়।

এ সময় হাসপাতালের ইমার্জেন্সি ইউনিট, আইসিইউ, সার্জারি ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। চিকিৎসাধীন রোগী, তাদের স্বজন ও কর্তব্যরত ডাক্তারদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

Advertisement

আরও পড়ুন জরুরি বিভাগে নেই চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর অসন্তোষ

পরে হাসপাতালটিতে জায়গা সংকটে কিছুটা ভোগান্তি রয়েছে জানিয়ে এটি দ্রুত সময়ে সমাধানের আশ্বাস দেন তিনি। পাশাপাশি দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থীদের আবাসন সমস্যা দূর করা হবে হলেও জানান তিনি।

ডা. সমান্ত লাল সেন আরও বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও এই হাসপাতালের চিকিৎসকরা সেবা দিচ্ছেন, যা প্রসংশনীয়। তবে হাসপাতালে কোনো অসঙ্গতি খুঁজে পাওয়া যায়নি।

এএএম/এসআইটি/জিকেএস

Advertisement