খেলাধুলা

স্পেনকে ভয় পাওয়ার কিছু নেই: গ্রিজম্যান

এবারের ইউরোর অন্যতম বড় ম্যাচ হতে যাচ্ছে সেমিফাইনালে স্পেন বনাম ফ্রান্সের মধ্যকার ম্যাচটি। ২০১৬ সালে ইউরোর ফাইনালে উঠেও শিরোপার দেখা পায়নি ফ্রান্স। অন্যদিকে চলতি শতকে ২০০৮ ও ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়ন স্পেন। তাই দুই দলের মাঠের লড়াইয়ের আড়ালে কথার লড়াই থাকবে না, তা হয় নাকি!

Advertisement

স্পেনে দীর্ঘদিন ধরে খেলে আসছেন ফ্রান্সের অ্যান্টোনিও গ্রিজম্যান। স্পেনের খেলোয়াড়দেরও মোটামুটি ভালোই জানাশোনা আছে তার। তাই স্পেনকে নিয়ে ভয় পাওয়ার মতো কিছু নেই বলে অভিমত ব্যক্ত করেছেন ফরাসি তারকা।

গ্রিজম্যান বলেন, ‘স্পেন অবশ্যই অনেক ভালো দল। কিন্তু তাদের ভয় পাওয়ার কিছু নেই। কোনো দলকে নিয়েই ভয় পাওয়ার কিছু নেই। আমরা আমাদের ওপর বিশ্বাস রাখি এবং নিজেদের সবটুকু দিয়ে যাবো ফাইনালে ওঠার জন্য।’

স্প্যানিশ দৈনিক ক্রীড়া সংবাদপত্র ‘মুন্ডো দেপোর্তিভো’-তে লেখা সংবাদে গ্রিজম্যান আরও বলেন, ‘আমাদের হাতে একটি ম্যাচই বাকি আছে ফাইনালে ওঠার জন্য। চার দলের ভেতর একটা হওয়া এমনিতেই অবিশ্বাস্য সাফল্য। আমরা দল হিসেবে উপভোগ করতে চাই। কারণ, আমরা জানি আমরা পারবো।’

Advertisement

২০১২ সালের পর ইউরোতে আর মুখোমুখি হয়নি দুই দল। ২০১২ সালে শেষবারের মোকাবিলায় ফ্রান্সকে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করে দিয়েছিল লা রোহারা।

আরআর/এমএইচ/জিকেএস