বর্ষা মৌসুমে দক্ষিণ এশিয়ায় ভারী বৃষ্টি হচ্ছে। এতে দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। এমন পরিস্থিতিতে নেপালে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুলাই) নেপালের পুলিশ জানিয়েছে নিখোঁজ রয়েছেন আরও ৯ জন।
Advertisement
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের কিছু অংশেও বন্যা দেখা দিয়েছে। এতে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
নেপালের পুলিশের মুখপাত্র দান বাহাদুর কারকি বলেছেন, নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে অন্যান্য সংস্থা ও স্থানীয়দের সঙ্গে কাজ করছে পুলিশ।
আরও পড়ুন>
Advertisement
তিনি বলেছেন, বিভিন্ন জায়গায় প্রাণহানি ও নিখোঁজের ঘটনা ঘটেছে।
জুন থেকে সেপ্টেম্বরে প্রতিবছরই দক্ষিণ এশিয়ায় ভারী বৃষ্টির কারণে বন্যার সৃষ্টি হয়। তবে সাম্প্রতিক সময়ে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়েছে।
বিশ্লেষকরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন ও রাস্তা নির্মাণ বাড়ার কারণে সমস্যা তীব্র হচ্ছে।
গত বৃহস্পতিবার থেকেই নেপালে ভারী বৃষ্টি হচ্ছে। এরপর দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বন্যার সতর্কতা জারি করে।
Advertisement
গত মাসেও নেপালে বন্যা ও ভূমিধসে বেশ কয়েকজনের মৃত্যু হয়।
ভারতের আসামেও বন্যা দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। রোববার আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যম পিটিআই-এর তথ্য অনুযায়ী, মে মাসের মাঝামাঝি সময় থেকে আসামে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশের নিম্নাঞ্চলেও বন্যা হয়েছে। যাতে ক্ষতিগ্রস্ত হয় ২০ লাখের বেশি মানুষ।
সূত্র: আল-জাজিরা
এমএসএম