সরকারি চাকরিতে কোটা বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ইডেন কলেজের ছাত্রীরা।
Advertisement
রোববার (৭ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে নীলক্ষেত মোড় অবরোধ শুরু করেন তারা। পরে ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী নীলক্ষেত মোড়ের আন্দোলনে যোগ দেন।
শিক্ষার্থীরা বলেন, কোটার মাধ্যমে আমরা মেধাবীদের অবমূল্যায়ন চাই না। সাংবিধানিকভাবে সবার সমান অধিকার চাই। চাকরিতে কোটা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
আরও পড়ুন
Advertisement
ইডেন কলেজের শিক্ষার্থী রাফিকা বিনতে আন্না বলেন, আমরা সরকারি চাকরিতে কোটা চাই না। আমরা চাই মেধার মূল্যায়ন। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। আমাদের দাবি অবশ্যই মেনে নিতে হবে।
এর আগে কোটা বাতিলের দাবিতে দুপুর ১টা ৪০ মিনিটে সায়েন্সল্যাব মোড় অবরোধ শুরু করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নীলক্ষেত ও সায়েন্সল্যাব মোড় অবরোধ করে রেখেছেন তারা।
এনএস/বিএ/জেআইএম
Advertisement