অর্থনীতি

জুনে মূল্যস্ফীতি কমেছে ০.১৭ শতাংশ

সদ্য সমাপ্ত অর্থবছরের শেষ মাস গত জুনে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ৭২ শতাংশে নেমে এসেছে। যা মে মাসে ছিল ৯ দশমিক ৮৯ শতাংশ। সাধারণ, খাদ্য ও খাদ্য বহির্ভূত খাতে সামান্য কমেছে মূল্যস্ফীতির হার।

Advertisement

রোববার (৭ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

প্রতিবেদনে দেখা যায়, জুন মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪২ শতাংশ, যা মে মাসে ছিল ১০ দশমিক ৭৬ শতাংশ।

আরও পড়ুন:

Advertisement

মূল্যস্ফীতির চাপ কমাতে বাজেট ছোট করা হয়েছে: অর্থমন্ত্রী খাদ্যে মূল্যস্ফীতি বেড়ে ১০.২২ শতাংশ জার্মানির মূল্যস্ফীতি ৩ শতাংশের নিচে

অন্যদিকে, খাদ্য বহির্ভূত পণ্যে জুনের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ১৫ শতাংশ, যা মে মাসে ছিল ৯ দশমিক ১৯ শতাংশ।

এছাড়া জুনে বাড়ি ভাড়া, আসবাবপত্র, গৃহস্থালি, চিকিৎসাসেবা, পরিবহন ও শিক্ষা উপকরণের দাম কিছুটা কমেছে।

এমওএস/এসএনআর/এমএস

Advertisement