দেশজুড়ে

দুধকুমার নদীর বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে। এতে নতুন করে আরও প্রায় ১৫ গ্রাম প্লাবিত হয়েছে।

Advertisement

উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মিয়াপাড়া এলাকার পুরাতন বেড়ি বাঁধের দুটি স্থানে প্রায় একশ মিটার এলাকা ভেঙে যায়। ফলে ভাঙা অংশ দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করে একের পর এক গ্রাম প্লাবিত হচ্ছে। পানি আরও বাড়লে নাগেশ্বরী পৌরসভা ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বাঁধ ভাঙায় ইতিমধ্যে বামনডাঙ্গা ইউনিয়নের মিয়া পাড়া, মালিয়ানি, সেনপাড়া, তেলিয়ানী, পাটেশ্বরী, বোয়ালের ডারা, অন্তাইপাড়, ধনিটারী, বিধবাটারী, বড়মানী,বামনডাঙা, নাগেশ্বরী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাঞ্জুয়ার ভিটা, ভুষিটারী, ফকিরটারী গ্রাম প্লাবিত হয়েছে।

বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান রনি জানান, শুক্রবার (৫ জুলাই) রাত থেকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড প্লাবিত হয়। শানিবার (৬ জুলাই) সকালে মিয়াপাড়া বেড়ি বাঁধের দুটি স্থানে ভেঙে যায়। এতে বেশকিছু গ্রাম নতুন করে প্লাবিত হয়। আরও কয়েকটি বাঁধ ভাঙনের ঝুঁকিতে রয়েছে।

Advertisement

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ জানান, বাঁধ ভাঙার বিষয়টি চেয়ারম্যানের মাধ্যমে জেনেছি। সরেজমিন পরিদর্শন ছাড়া কিছু বলা যাচ্ছে না।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানান, দুধকুমার নদীর তীররক্ষা বাঁধের নির্মাণ কাজ চলমান আছে। তবে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙার কোনো খবর জানা নেই।

ফজলু ফরাজি/এএইচ/জেআইএম

Advertisement