ক্যাম্পাস

সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ শাবিপ্রবি শিক্ষার্থীদের

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

Advertisement

শনিবার (৬ জুলাই) বিকেল পৌনে ৪টা থেকে সড়ক অবরোধ করেন তারা। এতে সিলেট শহরে তৈরি হয় তীব্র যানজট।

এর আগে বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে ছাত্রী হলের দিকে মিছিল নিয়ে যান। এসময় কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা।

২০১৮ সালের পরিপত্রের পুনর্বহাল ও সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের দাবিতে এ আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

Advertisement

তারা জানান, কোটা স্পষ্ট বৈষম্য। অবিলম্বে কোটা বাতিল করতে হবে। তা না হলে এ আন্দোলন থেকে পিছু হটবেন না।

নাঈম আহমদ শুভ/জেডএইচ/এমএস