খেলাধুলা

অলিম্পিয়াডে ছেলের সঙ্গে জুটি গড়ে ইতিহাস লিখেছিলেন জিয়া

বাংলাদেশের দাবা জগতের অন্যতম বড় তারকা ছিলেন সদ্য প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ৫০ বছর বয়সে দাবা খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়া জিয়া দীর্ঘ ক্যারিয়ারে অনন্য ইতিহাস গড়েছিলেন ২০২২ সালে। ওই বছর জুলাইয়ে ভারতে অনুষ্ঠিত ৪৪তম দাবা অলিম্পিয়াডে জিয়াউর রহমান জুটি বেঁধেছিলেন পুত্র তাহসিন তাজওয়ার জিয়ার সঙ্গে। দাবা অলিম্পিয়াডে পিতা-পুত্রের এমন জুটির ইতিহাস নেই এশিয়াতে। বিশ্বদাবায়ও বিরল।

Advertisement

জিয়ার বয়স তখন ৪৮ বছর। সেটি ছিল তার ১৫তম দাবা অলিম্পিয়াড। তখন মাত্র ১৬ বছর বয়সী ছেলে জুটি বেঁধেছিলেন তার সঙ্গে। ঘরোয়া প্রতিযোগিতায় অনেকবার মুখোমুখি হয়েছেন পিতা-পুত্র। ছেলের কাছে হেরেছেন, ড্র করেছেন। ছেলের কাছে হারের পর হাসিমুখ থাকতো স্বল্পভাষী জিয়ার। দাবা পরিবার থেকে উঠে আসা জিয়ার সবশেষ স্বপ্ন ছিল ওই ছেলেকে গ্র্যান্ডমাস্টার হিসেবে দেখবেন।

সর্বশেষ বাংলাদেশ গেমসে বাংলাদেশ আনসারের হয়ে ছেলের সঙ্গে খেলেছিলেন জিয়া। প্রিমিয়ার দাবা লিগ, জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ এবং বিভিন্ন আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টে ছেলের বিপক্ষে অনেকবার খেলেছেন জিয়া। ক্লাসিক্যাল দাবায় ছেলের সঙ্গে টাই করেছিলেন এবং একটি রেপিড টুর্নামেন্টে ছেলের কাছে হেরেও গিয়েছিলেন জিয়া।

সবকিছু মিলিয়ে বাংলাদেশের দাবার ইতিহাসে কিংবদন্তি ছিলেন জিয়াউর রহমান। বৃস্পতিবার যিনি দাবার ১১ রাউন্ড খেলে স্ত্রী ও ছেলেকে নিয়ে হাসিমুখে ঘরে ফিরেছিলেন, ২৪ ঘন্টা না পেরুতেই দাবার বোর্ডে প্রাণপ্রদীপ নিভে যাওয়া জিয়ার নিথর দেহ নিয়ে ঘরে ফিরেছেন তার স্ত্রী ও ছেলে।

Advertisement

আরআই/এমএইচ/এএসএম