দেশজুড়ে

সেন্টমার্টিন নিয়ে যারা বিরূপ মন্তব্য করেন তারা স্বাধীনতাবিরোধী

সেন্টমার্টিন নিয়ে যারা বিরূপ মন্তব্য করেন তারা স্বাধীনতাবিরোধী

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান বলেছেন, সেন্টমার্টিন নিয়ে যারা বিরূপ মন্তব্য করেন তারা স্বাধীনতাবিরোধী। শুক্রবার (৫ জুলাই) বিকেলে রাজশাহীর কালেক্টরেট মাঠে বাংলাদেশ ফেস্টিভ্যালের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

Advertisement

তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন ভারত গিয়েছিলেন তখন শুধু বাংলাদেশ নয়, ভারত-নেপাল-ভুটানের কানেক্টিভিটি বাড়ানোর জন্য চেষ্টা করেছেন। কানেক্টিভিটি মানেই ডেভলপমেন্ট, কানেক্টিভিটি মানেই ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন। আমার আশা এ কানেক্টিভিটি ব্যবহার করে রাজশাহী অঞ্চলে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন হবে।

মন্ত্রী বলেন, রাজশাহী বিমানবন্দরে নানামুখী উন্নয়নের জন্য কাজ করছি। এটার রানওয়েকে প্রশস্ত ও লম্বা করা হচ্ছে। এটাতে বিদেশ থেকে ফ্লাইট নিয়ে আসার চিন্তা করছি আমরা।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান একেএম আফতাব হোসেন প্রামাণিক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মাসুদুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ডা. দেওয়ার মুহাম্মাদ হুমায়ূন কবীর, রাজশাহী রেঞ্জের ডিআইজি অনিসুর রহমান, জেলা প্রশাসক শামীম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

সাখাওয়াত হোসেন/আরএইচ/এএসএম