কামড় দেওয়া রাসেলস ভাইপার মেরে বস্তায় করে ফের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছেন মো. রুবেল (২৬) নামের এক যুবক।
Advertisement
শুক্রবার (৭ জুলাই) সকালে পাবনার ঈশ্বরদী উপজেলায় কৈকুন্না গ্রাম থেকে এসে তিনি হাসপাতালে ভর্তি হন। মো. রুবেল ওই গ্রামের জিনাত আলীর ছেলে।
আরও পড়ুন
বিষধর সাপের নাম রাসেল ভাইপার কামড় খেয়ে রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে কৃষকহাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল হোসেন জানান, সকালে কলাবাগানে কাজ করার সময় একটি রাসেলস ভাইপার তাকে কামড় দেয়। এরপর তিনি সাপটিকে মেরে ফেলেন। পরে সেটি বস্তায় ভরে হাসপাতালে নিয় আসেন। এখন তিনি ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।
Advertisement
এর আগে ৩০ মে রাজশাহীর চারঘাটে ধান কাটতে গিয়ে রাসেলস ভাইপারের কামড়ে গুরুতর আহত কৃষক হেফজুল ইসলাম (৪৫)। এরপর সেই কৃষক সাপটিকে মেরে বস্তায় করে নিজে রামেক হাসপাতালে হাজির হন।
সাখাওয়াত হোসেন/আরএইচ/এএসএম