খেলাধুলা

রোনালদোর কান্না ‘নাটক’ ছিল না, দাবি সতীর্থের

ইউরোর কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে পর্তুগাল। কিন্তু এর আগে তাদের পাড়ি দিতে হয়েছে কঠিন এক পথ। স্লোভেনিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ড্র করে তারা, পরে জেতে টাইব্রেকারে। এর আগে ক্রিস্তিয়ানো রোনালদো মিস করেন পেনাল্টি।

Advertisement

অতিরিক্ত সময়ে জন অবলাক তার শট থামিয়ে দিলে কান্নায় ভেঙে পড়েন পর্তুগিজ তারকা। সবমিলিয়ে বিশ্বকাপ ও ইউরোতে শেষ আট ম্যাচে গোল করতে পারেননি রোনালদো। স্লোভেনিয়ার বিপক্ষে তার কান্না নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচনা হচ্ছে। অনেকে এটিকে বলছেন নাটক। কিন্তু কোয়ার্টার ফাইনালের আগে তার পাশে দাঁড়িয়েছেন সতীর্থ বার্নার্দো সিলভা। তিনি বলেছেন, ‘আমরা মানুষ, সে যখন পেনাল্টি মিস করেছে তখন আবেগ অনুভব করেছে। এটা স্বাভাবিক, তাই না? কখনো কখনো আপনি এমন প্রতিক্রিয়া দেখাবেন, যেটা আশা করেননি।’

‘তার মনে হয়েছে ওই মুহূর্তে আরও ভালো কিছু করতে পারতো। সে কিছুটা কান্না করেছে, মানুষ আবেগক্রান্ত হলে এমন হয়। এটা নিয়ে আলোচনা করার কোনো কারণ দেখি না। অবশ্য মানুষজন সেটা করবেই, কারণ এটাই ব্যবসা।’

গ্রুপ পর্বে তুরস্কের বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল পর্তুগাল। এর বাইরে তাদের পারফরম্যান্স খুব একটা আশা জাগানিয়া নয়। এ নিয়েও কথা বলেছেন সিলভা। সমালোচনাকেও স্বাভাবিকভাবেই নিচ্ছেন এই ম্যানচেস্টার সিটি তারকা।

Advertisement

তিনি বলেন, ‘আমরা বুঝতে পারছি যে এটা ব্যবসার অংশ। এজন্যই আমরা এত টাকা আয় করি আর নিজেদের পরিবার ও বন্ধুদের ভালো জীবন দিতে পারি। সমালোচনার ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই। ভালো হোক বা খারাপ, এটাই আমাদের কাজ। যখন জুনে বিশ্বকাপ বা ইউরোতে আসি, সবাই ভাবে তারাই কোচ। আমরা এটা বুঝতে পারি ও মেনে নিয়েছি।’

আইএইচএস/এমএস