আন্তর্জাতিক

যুক্তরাজ্যে নির্বাচন: কী বলছে বুথফেরথ জরিপ

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ এরই মধ্যে শেষ হয়েছে। বুথফেরত জরিপে দেখা যাচ্ছে, বড় ব্যাবধানে হারতে যাচ্ছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। অন্যদিকে নিরঙ্কুশ জয় পেতে যাচ্ছে লেবার পার্টি।

Advertisement

বুথফেরত জরিপে বলা হচ্ছে, লেবার পার্টি ৪১০ আসনে জয় পেতে পারে। ক্ষমতাসীন দল পেতে পারে ১৩১ আসন। ৬১টি আসনে জয়ী হয়ে তৃতীয় অবস্থানে থাকতে পারে লিবারেল ডেমোক্রেটিক পার্টি।

আরও পড়ুন>

যুক্তরাজ্যে নির্বাচন বৃহস্পতিবার, ভরাডুবি হতে পারে ক্ষমতাসীন দলের এক দশকের বেশি ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির দুর্গ ভেঙে পড়বে?

যুক্তরাজ্যের পার্লামেন্টের মোট আসন ৬৫০টি। সরকার গঠনের জন্য কোনো দলকে এককভাবে পেতে হবে ৩২৬টি আসনে জয়।

Advertisement

৪৪ বছরের ঋষি সুনাক কনজার্ভেটিভ পার্টির নেতৃত্ব দিচ্ছেন। ২০২২ সালে যখন তিনি প্রধানমন্ত্রী হন তখন তার বয়স ছিল ৪২। আধুনিক সময়ে ব্রিটেনের সবচেয়ে কম বয়সের প্রধানমন্ত্রী সুনাক।

অন্যদিকে লেবার পার্টির নেতৃত্বে রয়েছেন স্যার কিয়ের স্টারমার। তার বয়স ৬১ বছর।

বৃহস্পতিবার (৪ জুলাই) স্থানীয় সময় সকাল ৭টা থেকে সাধারণ নির্বাচনের ভোট শুরু হয়। ১৯৪৫ সালের পর যুক্তরাজ্যে প্রথম বারের মতো জুলাই মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট চলে রাত ১০টা পর্যন্ত।

সূত্র: বিবিসি

Advertisement

এমএসএম