ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকচাপায় মুরাদ খান (৪৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
Advertisement
বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার মানিকদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুরাদ খান জেলার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের উত্তর শাকপালদিয়া গ্রামের মান্নান খানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মুরাদ খান মোটরসাইকেলে ফরিদপুর থেকে নিজ বাড়ি ফিরছিলেন। পথে মানিকদহ এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
Advertisement
এর সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমতিয়াজ হোসেন জানান, খবর পেয়ে মরদেহ থানায় নেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
এন কে বি নয়ন/জেডএইচ/জিকেএস