শিক্ষা

অধ্যক্ষের ছেলের বিয়ে, কর্মচারীদের ‘বাধ্যতামূলক চাঁদা’ ৫০০ টাকা!

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষের ছেলের বিয়েতে উপহার হিসেবে বাধ্যতামূলক ৫০০ টাকা চেয়ে কর্মীদের নোটিশ দেওয়া হয়েছে। কলেজের সব কর্মচারীকে শুক্রবারের (৫ জুলাই) মধ্যে এ টাকা জমা দিতে বলা হয়েছে।

Advertisement

গত ২৪ জুন কলেজের প্রধান সহকারীর সই করা আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। নোটিশে বলা হয়, ‘অত্র কলেজের সকল কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে আগামী ১২ জুলাই সন্ধ্যা ৭টায় নগরীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে অধ্যক্ষের পুত্রের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে আপনি নিমন্ত্রিত।’

এতে আরও বলা হয়, ‘এ উপলক্ষে সব কর্মচারীকে শুভেচ্ছা উপহার হিসেবে বাধ্যতামূলকভাবে ৫০০ টাকা অত্র কলেজের মো. আবুল হোসেনের কাছে আগামী ৫ জুলাই শুক্রবারের মধ্যে জমাদানের জন্য অনুরোধ করা হলো।’

জানতে চাইলে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ মো. মহসীন কবির বলেন, ‘আমার ছেলের বিয়েতে কলেজের সবাইকে নিমন্ত্রণ করেছি। তারা কেন এমনভাবে নোটিশ জারি করেছে সেটা আমার জানা ছিল না। বিষয়টি নজরে আসার পর আমি প্রধান সহকারীর কাছে জানতে চেয়েছিলাম। তিনি আমাকে জানালেন-কলেজের কারও অনুষ্ঠান হলে তারা এভাবেই নোটিশ দিয়ে টাকা তুলে উপহার দিয়ে থাকে।’

Advertisement

অধ্যক্ষ আরও বলেন, ‘আমি কলেজের প্রধান সহকারী ও হিসাবরক্ষককে দায়িত্ব দিয়েছিলাম আমার সব সহকর্মীকে কার্ড দিয়ে দাওয়াত করার জন্য। এভাবে টাকা চেয়ে নয়। এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।’

এএএইচ/এমআইএইচএস