ক্যাম্পাস

কোটা বাতিলের দাবিতে খুবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সরকারি চাকরিতে কোটা বাতিলসহ ৪ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে নগরীর জিরোপয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করেন তারা।

Advertisement

এসময় শিক্ষার্থীরা মিছিল ও স্লোগান দিতে থাকেন। অবরোধের ফলে জিরোপয়েন্ট এলাকার সব সড়কে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা। পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠনপূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া (সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যতীত)। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্যপদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া। দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

আলমগীর হান্নান/জেডএইচ/জেআইএম

Advertisement