খেলাধুলা

পাকিস্তানের নাগরিকত্ব পেলেন ড্যারেন স্যামি

কয়েকদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন ড্যারেন স্যামি। একমাত্র অধিনায়ক হিসেবে দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেছেন স্যামি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে কম কাঠগড় পোহাতে হয়নি স্যামি-গেইলদের। টেস্টে সুযোগ না পাওয়ার জন্য রাগে ক্ষোভে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন। ভালো খেলার পরেও ওয়ানডে থেকে ব্রাত্য রয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের মঞ্চে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের নানা দুর্নীতির কথা তুলে ধরেছিলেন স্যামি। হয়তো পরবর্তীতে আর উইন্ডিজদের জার্সি গায়ে তাকে নাও দেখা যেতে পারে। এজন্যেই কিনা পাকিস্তানের নাগরিকত্বটা নিয়ে রাখলেন তিনি! পেশোয়ার জালমির স্বত্বাধিকারী জাভেদ আফ্রিদির অনুরোধেই ড্যারেন স্যামিকে পাকিস্তানের নাগরিকত্ব দেয়া হয়। পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলেছিলেন স্যামি। সেখান থেকে দুজনের ভেতর ভালো বন্ধুত্ব হয়।খাইবার প্রদেশের মূখ্যমন্ত্রী পারভেজ খাটাক নিজের টুইটার আইডিতে লেখেন, ‘জাভেদ আফ্রিদির বিশেষ অনুরোধে আমরা ড্যারেন স্যামিকে পাকিস্তানের নাগরিকত্ব দিচ্ছি।’ এ সময় তিনি ড্যারেন স্যামিকে ‘স্যামি খান’ নামে ডাকেন। পারভেজ খাটাকের টুইটের উত্তরে ‘পশতু’ ভাষায় টুইট করে তাকে ধন্যবাদ দেন ড্যারেন স্যামি। মূলত পশতু ভাষায় নিজেকে পারদর্শী করতে এই ভাষায় টুইট করেন স্যামি।জাভেদ আফ্রিদি স্যামির নাগরিকত্বের কথা নিশ্চিত করে টুইট করে লেখেন, ‘পাকিস্তানের প্রতি তার অগাধ ভালোবাসার জন্য আমরা স্যামির নাগরিকত্বের ব্যাপারে পাকিস্তান সরকারের কাছে অনুরোধ করেছিলাম।’আরআর/আরআইপি

Advertisement