শিক্ষা

ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১২ হাজার, বহিষ্কার ৪৩

দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা চলছে। বৃহস্পতিবার (৪ জুলাই) ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় ১২ হাজার ৪৫৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। আর অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ৪৩ জন।

Advertisement

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আটটি বোর্ডে ইংরেজি প্রথমপত্রের পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ২ হাজার ২২৬ জন। এরমধ্যে পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ৯০ হাজার ২২৬ জন। অর্থাৎ, ১২ হাজার ৪৫৯ জন অনুপস্থিত ছিলেন।

এদিন পরীক্ষায় সবচেয়ে বেশি ৩ হাজার ২২৭ জন অনুপস্থিত ছিলেন ঢাকা বোর্ডে। এছাড়া চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৫৫ জন, রাজশাহীতে ১ হাজার ৮৮৩ জন, বরিশালে ৮৩৭, দিনাজপুরে ১ হাজার ৪৭১ জন, কুমিল্লায় ১ হাজার ১১০ জন, ময়মনসিংহে ৯৭০ জন এবং যশোরে ১ হাজার ৯০৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

আলিমে অনুপস্থিত ৩৩৩০, কারিগরিতে বহিষ্কার ১৬

মাদরাসা বোর্ডের অধীনে আলিমে বাংলা প্রথমপত্রের পরীক্ষায় বৃহস্পতিবার অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৩৩০ জন। এদিন ৪২৬টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন ৭৮ হাজার ৪৬৩ জন। তবে পরীক্ষায় অংশ নেন ৭৫ হাজার ১৩৩ জন। তবে মাদরাসা বোর্ডের অধীনে কেউ বহিষ্কার হননি।

Advertisement

অন্যদিকে কারিগরি বোর্ডের অধীনে কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষায় ৪৮১ জন অনুপস্থিত ছিলেন। এদিন কারিগরিতে মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩ হাজার ৬৪৬ জন। তাদের মধ্যে অংশ নেন ১ লাখ ৩ হাজার ১৬৫ জন। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছে ১৬ জন পরীক্ষার্থী।

এএএইচ/এমএএইচ/জিকেএস