দেশজুড়ে

দুই শিশুর মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার ঘটনায় আদালতের মামলা

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পঞ্চায়েতের চাপের মুখে দুই শিশুর মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। আদালত স্বপ্রণোদিত হয়ে মামলাটি করেন। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দিতে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

বুধবার (২ জুলাই) বিকেলে আজমিরীগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক সোহেল ভূঁইয়া এ আদেশ দেন।

আজমিরীঞ্জ থানার ওসি ডালিম আহমেদ বলেন, গণমাধ্যমে খবর দেখে আদালত স্বপ্রণোদিত হয়ে মামলাটি করেছেন। দেড়মাসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আদেশের কপি পাওয়ার পর থেকে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৯ জুন) দুপুরে আজমিরীগঞ্জে উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে যায় ওই গ্রামের গোবিন্দ দাসের ছেলে শিশু প্রলয় দাস (৭) ও রুবেল দাসের ছেলে সূর্যদাস (৬)। একপর্যায়ে তারা পানিতে ডুবে মারা যায়। পরে তাদের পাহাড়পুর মহাশ্মশান দেওয়াল সংলগ্ন মাটিতে সমাধি দেওয়া হয়।

Advertisement

পরে গ্রাম পঞ্চায়েত কমিটির বাধার মুখে পড়েন মৃত শিশুদের অভিভাবকরা। একপর্যায়ে শ্মশানের পাশে সমাধি করলে পরিবেশ নষ্ট হওয়ার অজুহাতে গ্রাম্য পঞ্চায়েতের নির্দেশে মরদেহ দুটি কুশিয়ারা নদীতে ভাসিয়ে দেন অভিভাবকরা।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/জেআইএম