ডিআইজি জামিল হাসানের অবৈধ সম্পত্তি অনুসন্ধান দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
Advertisement
বুধবার (৩ জুলাই) দুদক চেয়ারম্যান বরাবর অ্যাডভোকেট মো. জিয়া উদ্দিন এই আবেদন করেন।
চিঠিতে বলা হয়েছে, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও একজন সচেতন নাগরিক। মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি।
আরও পড়ুন
Advertisement
গত ২২ শে জুন একটি দৈনিকে ‘ডিআইজি জামিল হাসান যেন আরেক ভূস্বামী’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ডিআইজি জামিল হাসান ২০২১ সালে র্যাব-৮ এর বরিশাল কমান্ডিং অফিসার হিসেবে চাকরি করার সময় তিনি গোপালগঞ্জের সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের জমি কিনতে তদারকি করেছেন। এই অবস্থায় ডিআইজি জামিল হাসানের বিষয়ে বেনজীর আহমেদের অবৈধ সম্পত্তি অনুসন্ধানের সঙ্গে সম্পৃক্ত করে তার অবৈধ সম্পত্তির বিষয়ে অনুসন্ধান করা আবশ্যক।
চিঠিতে আরও বলা হয়, যথাযথ অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এফএইচ/ইএ/এএসএম
Advertisement