বিশ্বের অন্যতম বিলাসবহুল গাড়ি সংস্থা ফেরারি। নিজেদের প্রথম বৈদ্যুতিক গাড়ি আনছে সংস্থাটি। এরই মধ্যে বাজারে প্রায় সব গাড়ি নির্মাতা সংস্থাই বৈদ্যুতিক গাড়ির তালিকায় নিজেদের নাম লিখিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে ফেরারি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বছরের শেষ দিকেই বাজারে আসবে ফেরারির গাড়ি।
Advertisement
নতুন ফেরারি বৈদ্যুতিন গাড়ি ইতালিয়ান এই গাড়ি নির্মাতা সংস্থার প্রথম বৈদ্যুতিন গাড়ি হতে চলেছে। তবে এখনো এই গাড়ি সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। এই নতুন ফেরারি ইভিতে থাকবে একটা টিপিক্যাল ফেরারি রোর যা কি না এই ব্র্যান্ডের সঙ্গে সরাসরি জুড়ে থাকবে।
ধারণা করা হচ্ছে পারফরম্যান্সের পাশাপাশি এর সাউন্ডও অনেক উন্নত হবে। এর অথেন্টিক অডিওট্র্যাক চমকে দেবে গাড়িপ্রেমীদের। তবে নতুন এই ফেরারি ইভি অন্যান্য প্রোটোটাইপ গাড়ির টেস্ট মিউলের মত দেখতে হবে না। সেই প্রোটোটাইপগুলো সাধারণত অন্য এক্সটিরিয়রে ঢাকা থাকে এবং এর মধ্যে আরও অন্যান্য গাড়ির লুক মিশে থাকে যাতে আসল গাড়ির লুক প্রকাশ্যে না আসে প্রথমেই। আসল ডিজাইন লুকোনোর জন্যেই এই কৌশল অবলম্বন করা হয়।
আরও পড়ুন
Advertisement
ইভি ফেরারি গাড়ির টেস্টিং মডেলের প্রথম লুক দেখেই মনে করা হচ্ছে এর এক্সটিরিয়র লুকের মধ্যে মাসরাতি লেভান্তে গাড়ির ছাপ রয়েছে। বিশেষ করে এর রিয়ার লুক একেবারে সেই গাড়ির মতই দেখতে। এই বৈদ্যুতিক গাড়ি একটা বিরাট বড় হ্যাচব্যাকের মত দেখতে হলেও এটিই যে এর ফাইনাল লুক হবে তা আশা করা যাচ্ছে না।
এখন এর ইভি পাওয়ারট্রেন যাচাই করার জন্যেই এমন লুক আনা হয়েছে বলেই মনে করা হচ্ছে। এখনও বডি স্টাইল কী হবে তা না জানালেও ধারণা করা যায় যে এটি জিটি স্টাইলের টু-ডোর গাড়ি হবে। ইভি ফেরারিরতে ৪টি দরজা থাকবে না এটা আবশ্যিক।
এর প্রিমিয়াম এন্ডের দাম ৪-৫ কোটিতে দাঁড়াবে। ফেরারি তার নতুন ই-বিল্ডিংয়ে এই গাড়ির নির্মাণ শুরু করবে জানা গিয়েছে। তবে আইসিই গাড়ির কথাও ভাবছে এই সংস্থা। প্লাগ-ইন হাইব্রিড গাড়ি আনার চেষ্টা করছে সংস্থা। ধারণা করা হচ্ছে খুব শিগগির বাজারে আসবে এই গাড়ি।
আরও পড়ুন
Advertisement
সূত্র: হিন্দুস্থান অটো
কেএসকে/এমএস