ইয়ুননান প্রদেশের গবেষকরা পাঁচটি নতুন উদ্ভিদ ও প্রাণীর প্রজাতি আবিষ্কার করেছেন। প্রদেশটির ছাংশান পর্বতমালার তালি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন কৃতিত্ব দেখিয়েছেন।
Advertisement
নতুন আবিষ্কৃত এসব উদ্ভিদ ও প্রাণীর মধ্যে রয়েছে একটি নতুন আইরিস এবং চারটি প্যানোরপা কীট। নতুন উদ্ভিদ প্রজাতির নাম দেওয়া হয়েছে আইরিস ছাংশানেসিস।
গবেষক চিয়াং সিয়ানফেং বলেন, ‘এই আইরিস আমাদের জানা অন্যান্য আইরিস প্রজাতির থেকে আলাদা। আমরা নিশ্চিত করেছি এটি একটি নতুন আইরিস প্রজাতি।’
আইরিস একটি বৈচিত্র্যময় প্রজাতির উদ্ভিদ। বিশ্বব্যাপী ৩০০টিরও বেশি প্রজাতি রয়েছে। এর মধ্যে চীনে পাওয়া যায় ৬০ টিরও বেশি।
Advertisement
অন্যদিকে নতুন আবিষ্কৃত চারটি প্যানোরপা কীট হলো- প্যানোরপা হুয়াডিয়ানবা, প্যানোরপা কুরোং, প্যানোরপা শেংইংফেং এবং প্যানোরপা ভাজরয়েডস।
প্যানোরপা হলো সংবেদনশীল জলজ কীট। এটি বনাঞ্চলের উঁচু পাহাড়ি ঝর্ণা কিংবা দূষণমুক্ত জলাশয়ে বাস করে। চীনে ২০০টিরও বেশি পরিচিত প্যানোরপা প্রজাতি রয়েছে।
এইচআর/এমএস
Advertisement