প্রবাস

বাংলাদেশিকে মারধর, কুয়েতের এক কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড

কুয়েতে গাড়ি না ধোয়ার অজুহাতে মো. জামাল উদ্দিন (৪১) নামে একজন বাংলাদেশিকে মারধরের অভিযোগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন ফৌজদারি আদালত। সংবাদটি গুরুত্বসহকারে প্রকাশ করেছে কুয়েতের স্থানীয় গণমাধ্যমগুলো।

Advertisement

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অভিযুক্তর আঘাতে ভুক্তভোগী জামাল ৫০ শতাংশ শারীরিক শক্তি হারিয়ে ফেলেন। ফলে আসামিকে প্রাথমিকভাবে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। পরে আসামি খালাস চেয়ে আপিল আবেদন করলে আদালত শাস্তি কমিয়ে সাত বছর করেন।

আপিল আবেদনে বিবাদীর আইনজীবী উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তি নির্দোষ। ‘অপর্যাপ্ত তদন্তের’ উদ্ধৃতি দিয়ে তার খালাসের পক্ষে যুক্তি দেন। তিনি দাবি করেন, ভুক্তভোগী ঘটনাটি জানাতে বিলম্ব করেছেন। তাকে আঘাত করার আগেই পড়ে গিয়েছেন। বিবাদীর সাজা স্থগিত করারও অনুরোধ করেন ওই আইনজীবী।

গত ২৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। জামাল উদ্দিনের নিয়োগকর্তার (কফিল) অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন ওই কর্মকর্তা। জামাল উদ্দিন ওই কর্মকর্তার বাসায় খণ্ডকালীন (পার্টটাইম) কাজ করতেন।

Advertisement

এমএএইচ/জেআইএম