দেশজুড়ে

পানি কমছে, ফিরছেন সাজেকে আটকা পর্যটকরা

টানা তিনদিনের বৃষ্টিতে পাহাড়ি ঢলে তলিয়ে যায় খাগড়াছড়ির দিঘীনালার কবাখালি সড়ক। এতে সাজেকে আটকা পড়েন শতাধিক পর্যটক। বুধবার (৩ জুলাই) বৃষ্টি কমায় পানি কমতে শুরু করে। ফলে পর্যটকরাও ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

Advertisement

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জাগো নিউজকে বলেন, বৃষ্টিতে পাহাড়ি ঢল নেমে খাগড়াছড়ির দিঘীনালার কবাখালিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে শতাধিক পর্যটক আটকে পড়েন। বুধবার বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু করেছে। আমরা দুপুরের দিকে অবস্থা দেখে পর্যটকদের সরিয়ে খাগড়াছড়ি জেলায় পাঠানোর ব্যবস্থা নিয়েছি।

আরও পড়ুন: 

সাজেকে আটকা পড়েছেন শতাধিক পর্যটক সাজেক ভ্রমণে কখন যাবেন? কম খরচে থাকবেন ও খাবেন কোথায়?

এদিকে উপজেলার ৮ ইউনিয়ন ও পৌরসভার বেশকিছু ওয়ার্ডে পানি প্রবেশ করায় ১০ হাজারের অধিক মানুষ ভোগান্তিতে পড়েছেন।

Advertisement

এ বিষয়ে গতকাল ইউএনও বলেছেন, নিম্নাঞ্চলের মানুষের জন্য ৫৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার ও রান্না করা খাবার বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সাইফুল উদ্দীন/জেডএইচ/জেআইএম