তথ্যপ্রযুক্তি

ইনস্টাগ্রামে নিজের এআই অবতার তৈরি করতে পারবেন

বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। অবসর সময়ে ইনস্টাগ্রামে রিল দেখে সময় কাটে। আবার নানান ভিডিও, কেনাকাটা, ছবি, ভিডিও শেয়ার করেন নিয়মিত। এখন নিজের এআই অবতারও নিজেই তৈরি করতে পারবেন। শিগগির ইনস্টাগ্রামের ফিচার্সে আসতে চলেছে বিরাট পরিবর্তন।

Advertisement

‘এআই স্টুডিও’ নামে একটি নতুন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে জোরকদমে। অদূর ভবিষ্যতে নির্মাতারা যাতে নিজেদের এআই সংস্করণ তৈরি করতে পারেন ইনস্টাগ্রামে, তেমন ভাবেই এই ফিচার আনা হচ্ছে। ইনস্টাগ্রামে এআই স্টুডিও আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাথমিক পরীক্ষার পর্যায়ে রয়েছে।

মেটার সিইও মার্ক জাকারবার্গ নিজের ব্রডকাস্ট চ্যানেলের মাধ্যমে জানান, আগামী সপ্তাহ থেকে ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা তাদের প্রিয় ক্রিয়েটরদের এআই রূপে দেখতে পারবেন। প্রাথমিকভাবে মেসেজিংয়ে এআই সংস্করণ দেখা যাবে।

আরও পড়ুনআপনার ইনস্টাগ্রাম পোস্ট কে দেখবে ঠিক করুন নিজেই

জাকারবার্গ এআই চালিত ক্রিয়েটর চ্যাটবটগুলোর সঙ্গে কথোপকথনের ফিচার সহ একগুচ্ছ উদাহরণ প্রকাশ্যে এনেছেন। আগামীদিনে এই এআই চ্যাটবটগুলো প্রচুর সংখ্যক ফলোয়ারসহ ক্রিয়েটারদের জন্য উপযোগী হতে পারে। এর মাধ্যমে ফলোয়াররা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং তাদের মেসেজের উত্তরও পাবেন।

Advertisement

ইনস্টাগ্রাম ক্রিয়েটররা ব্যবহারকারীদের সঙ্গে কথোপকথন শুরু করতে ‘মেসেজ’ বোতামে ট্যাপ করতে পারেন। ব্যবহারকারীরা শীর্ষে একটি নোটিশ দেখতে পাবেন। তা দেখলেই বোঝা যাবে যে ওই মেসেজগুলো এআই দ্বারা তৈরি। ইনস্টাগ্রাম এই চ্যাটবটগুলো তৈরি করার জন্য এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে।

আরও পড়ুনইনস্টাগ্রামে ভিডিও কল করবেন যেভাবেইনস্টাগ্রাম রিলে ভিউ বাড়াবেন যেভাবে

সূত্র: টেকক্রাঞ্চ

কেএসকে/জেআইএম

Advertisement