জাতীয়

সড়কে শৃঙ্খলা ফেরাতে সবার সহযোগিতা চাইলেন বিআরটিএ চেয়ারম্যান

সড়কে প্রতিদিন ঘটছে একের পর এক দুর্ঘটনা। এতে প্রাণহানির সঙ্গে হচ্ছে সম্পদের ক্ষয়ক্ষতিও। নানান উদ্যোগ নেওয়ার পরও সড়কে শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না। এ অবস্থায় সড়কে শৃঙ্খলা ফেরাতে সবার সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নবনিযুক্ত চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল।

Advertisement

মঙ্গলবার (২ জুলাই) বিআরটিএ কেন্দ্রীয় কার্যালয়ে রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

আরও পড়ুনফরিদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত এবার থানায় হাজির রাসেলস ভাইপার 

বিআরটিএ চেয়ারম্যান বলেন, যেহেতু রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ দীর্ঘদিন নিরাপদ সড়ক নিয়ে কাজ করে যাচ্ছে, সেহেতু কোয়ালিশনের সহযোগিতা নিয়ে ভবিষ্যতে নিরাপদ সড়ক কার্যক্রম আরও জোরদার হবে।

এসময় রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশের সদস্য সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ঢাকা আহছানিয়া মিশন রোড সেফটি প্রকল্প সমন্বয়ক শারমিন রহমান, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) রোড সেফটি প্রজেক্ট ম্যানেজার কাজী বোরহান উদ্দিন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মো. বজলুর রহমান, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট (স্টেপস) কো-অর্ডিনেটর চন্দন লাহিড়ী, ব্র্যাক রোড সেফটি প্রোগ্রাম ম্যানেজার মাঈনুল ইসলাম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের রোড সেফটি প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ ওয়ালী নোমান, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির প্রজেক্ট অফিসার শারাফাত-ই-আলম, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার সিফাত-ই-রাব্বানী প্রমুখ।

Advertisement

টিটি/কেএসআর