খেলাধুলা

ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণ কোনোভাবেই মেনে নেবো না: পাপন

খারাপ খেললে ক্রিকেটারদের সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। তবে মাঝেমাঝে ভক্তরা মাত্রাতিরিক্ত সমালোচনা করতে গিয়ে উগ্র হয়ে ওঠেন। ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণ করতেও দ্বিতীয়বার চিন্তা করে দেখেন না। এমন সমর্থকদের জন্য সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, এই ধরনের আচরণ মেনে নেওয়া হবে না।

Advertisement

আজ মঙ্গলবার বোর্ডসভা শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন পাপন।

পাপন বলেন, ‘ব্যক্তিগত আক্রমণ বলে একটা বিষয় আছে। আক্রমণের একটা নমুনা আছে। দল হেরে গেলে বা খারাপ খেললে মানুষজন রাগ করবে, সমালোচনা করবে এটা স্বভাবিক। তবে তারও একটা সীমা আছে। কিছু কিছু ক্ষেত্রে সেটা সমস্ত সীমা অতিক্রম করে ফেলে। আমরা এটা আর কোনোভাবেই গ্রহণ করবো না।’

এই সময় সাংবাদিকদের কেউ একজন পাপনকে প্রশ্ন করে বলেন, ‘আপনারা (বোর্ড) সবসময় বলেন যে, নেক্সট বিশ্বকাপ। এটি আসলে কোন বিশ্বকাপের কথা বলেন?’

Advertisement

এমন প্রশ্নে বিরক্তি প্রকাশ করেন পাপন বলেন, ‘এই যে আপনি কথাটা বললেন। আমরা খেলার আগে বলি যে নেক্সট বিশ্বকাপ। এটা কোথায় পেলেন? এক জায়গায় দেখলাম, আমি নাকি বলছি। আমি জীবনে এই কথা বলিনি। এইগুলো বানান কীভাবে? কে বানায়, আপনারা? আমি বলছি যারা বানায়, তারা বানায় কীভাবে।’

‘যা দিয়ে বানায়, এখন যদি বানানোর পর যদি কেউ প্রশ্ন করেন, আমার কিছু বলার আছে? এমন অবস্থা হচ্ছে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা, বলা খুব মুশকিল। আমাকে পাঠিয়ে বলে এটা কী সত্যি? আমি কীভাবে বলবো সত্যি।’ পাপন বলেন, ‘একটা জিনিস আপনাদেরকে বলে রাখি। আপনাদের সঙ্গে আমার বহু বছর হয়ে গেছে ইতিমধ্যেই। প্রশ্ন করতে চান, আমি প্রশ্ন করতে না করবো, উত্তর দেবো না; কখনো এরকম ছিল না। ঠিক হোক বা ভুল হোক, আমার যা মনে হয়, আপনাদেরকে বলে এসেছি। কখনো কিছু লুকানোর ব্যাপার না। কিন্তু তার মানে এই না যে, এখন যেগুলো সোশাল মিডিয়াতে চলছে, সেগুলো আমি বলেছি।’

 

এমএইচ/

Advertisement