দেশজুড়ে

পুকুরপাড়ে মিললো এইচএসসি পরীক্ষার্থীর ক্ষতবিক্ষত মরদেহ

মাগুরায় পুকুরপাড় থেকে তীর্থ রুদ্র (২০) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২ জুলাই) সকালে শহরের দরিমাগুরা এলাকার একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত তীর্থ রুদ্র মাগুরা শহরের পুরাতন বাজারের ব্যবসায়ী নিমাই রুদ্রের ছেলে। তিনি মাগুরার আদর্শ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

তীর্থ রুদ্রের বাবা নিমাই রুদ্র জানান, সোমবার (১ জুলাই) রাত ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন তীর্থ। রাত ১টা পর্যন্ত বাড়ি না ফেরায় তিনি মাগুরা সদর থানায় বিষয়টি জানান। পরে পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তীর্থের অবস্থান জানার চেষ্টা করে। কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ সকালে পুকুরপাড়ে তার ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়।

Advertisement

তিনি আরও জানান, সোমবার রাত সাড়ে ১০টা থেকে তীর্থের মোবাইল বন্ধ ছিল। পরে আমান নামের তীর্থের এক বন্ধুর কাছ থেকে তিনি জানতে পেরেন, রাত ৮টার পর তিন যুবক শহরের জমজম মার্কেট এলাকা থেকে তীর্থকে নিয়ে যান। ওই তিনজনের মধ্যে তীর্থের মোটরসাইকেলে দুজন এবং অপর একটি মোটরসাইকেলে একজন ছিলেন।

‌অ‌তীতে দুই-একজনের সঙ্গে তীর্থের বিরোধ হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তা মীমাংসা করা হয়েছে। পূর্ব কোনো বিরোধের জেরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে কিনা তা বুঝতে পারছে না পরিবার।

মাগুরা সদর থানার ওসি শেখ মেহেদি রাসেল বলেন, দোষীদের শনাক্তে পুলিশ কাজ করছে। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

মিলন রহমান/এসআর

Advertisement