জাতীয়

২৮ দিনে ঘরে বসেই নামজারি করতে পারছে নাগরিকরা

ই-মিউটেশনের মাধ্যমে নাগরিকরা ৫৭ দিনের পরিবর্তে বর্তমানে ২৮ দিনে ঘরে বসেই নামজারি করতে পারছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

Advertisement

মঙ্গলবার (২ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে এমপি আব্দুল্লাহ নাহিদ নিগারের এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

ভূমিমন্ত্রী বলেন, ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ভূমি মন্ত্রণালয় স্মার্ট ভূমি ব্যবস্থাপনার আওতায় ই-মিউটেশন এবং অনলাইন ভূমি উন্নয়ন কর সিস্টেম চালু করেছে। ই-মিউটেশনের মাধ্যমে নাগরিকরা আগের ৫৭ দিনের পরিবর্তে বর্তমানে ২৮ দিনে ঘরে বসেই নামজারি করতে পারছে। একই সঙ্গে ভূমি উন্নয়ন কর সিস্টেমের মাধ্যমে নাগরিক ঘরে বসে অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে জমির খাজনা-ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারছে।

এমপি মাহমুদুল হক সায়েমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই মুহূর্তে ভূমি উন্নয়ন কর বৃদ্ধি করার কোনো পরিকল্পনা নেই সরকারের। তবে এলাকাভিত্তিক নামজারি ফি বাড়ানো যায় কিনা এ বিষয়টি সরকারের বিবেচনাধীন।

Advertisement

আইএইচআর/এমএএইচ/এমএস