আইন-আদালত

সাবেক অতিরিক্ত আইজিপি ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ড. শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রী ফেরদৌসী খন্দকারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুদক।

Advertisement

মঙ্গলবার (২ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক খোরশেদ আলম ঢাকার আদালতে দুদকের সাধারণ নিবন্ধন শাখায় এ চার্জশিট দাখিল করেন।

আদালতে দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১৯ সালের ২১ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে এ মামলাটি করে দুদক। মামলায় তার বিরুদ্ধে ৮ কোটি ৪৪ লাখ ১০ হাজার ২২১ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২ কোটি ৮৭ লাখ ৩ হাজার ৩৮৩ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

Advertisement

এছাড়াও তার স্ত্রীর বিরুদ্ধে ৩১ লাখ ৪৯ হাজার টাকা অসৎ উপায়ে অর্জন এবং ২৮ কোটি ৪৭ লাখ ৩ হাজার ৮৯১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে চার্জশিটে।

জেএ/জেএইচ/জেআইএম