জাতীয়

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানার সন্ধান মেলে যেভাবে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা চারতলা বাড়িটিতে অভিযান শুরু করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। এটিইউ বলছে, কক্সবাজার থেকে সোমবার (১ জুলাই) একজন নারী জঙ্গিকে আটক করা হয়। তার তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের ওই বাড়ির সন্ধান পাওয়া যায়। এরপর মঙ্গলবার (২ জুলাই) সকালে চারতলা বাড়িটি ঘিরে রাখা হয়।

Advertisement

এসব তথ্য জানান এটিইউ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।

তিনি জানান, গত মাসের ৯ জুন নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান চালায় এটিইউ। নেত্রকোনার এ ঘটনায় তথ্যের ভিত্তিতে ওই নারীকে গ্রেফতার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন অ্যান্টিটেররিজম ইউনিটের বোমা বিশেষজ্ঞ পুলিশ সুপার সানোয়ার হোসেন।

আরও পড়ুন

Advertisement

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও নেত্রকোনার বাড়িটি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করতো জঙ্গিরা

নেত্রকোনায় দিনভর ওই অভিযানে সেখান থেকে একটি বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড গুলি, জঙ্গি প্রশিক্ষণের বই, প্রশিক্ষণের জন্য খেলনা পিস্তল, হাতকড়া, ওয়াকিটকি, একটি ল্যাপটপ, দুটি দুরবিন, পাঁচটি অ্যান্ড্রয়েড ফোন, শরীরচর্চার সরঞ্জাম, বেশ কিছু জঙ্গি প্রশিক্ষণের ডিভাইসসহ ৮০ প্রকারের মালপত্র জব্দ করে পুলিশ। এছাড়া ছয়টি তাজা বোমা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল আরও বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাড়িটিতে বেলা দেড় টার দিকে অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্বে দিচ্ছেন এটিইউর পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ ছানোয়ার হোসেন।

টিটি/এমআইএইচএস/এএসএম

Advertisement