খেলাধুলা

মাঠেই রেফারিকে দর্শকের আক্রমণ (ভিডিও)

সাম্প্রতিক সময়ে ফুটবল মাঠে সহিংসতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সেটা আরো একবার প্রমাণিত হল তুরস্কের সুপার লিগ ফুটবলে। এবার ফেনেরবাখ ও ত্রাবজোন্সপরের মধ্যকার ম্যাচে দর্শকদের হাতে লাঞ্ছিত হয়েছেন রেফারিরা। ম্যাচের শেষ দিকে ফেনেরবাখ ৪-০ গোলে লিড নেওয়ার পর ত্রাবজোন্সপরের বেশ কিছু দর্শক মাঠে ঢুকে রেফারি ভোল্কান বায়ারস্লানের ওপর আক্রমণ করে। ম্যাচের ৮৯ মিনিটে এক সমর্থক অতর্কিতভাবে সহকারী রেফারিকে ধাক্কা দিয়ে মাঠে ফেলেই কিল ঘুষি মারতে শুরু করেন। নিরাপত্তা কর্মীরা হস্তক্ষেপ করার আগ পর্যন্ত তা চলতে থাকে। সহকারী রেফারিকে যখন দর্শকরা মারধর করে তখন অন্যান্য রেফারিরা ড্রেসিং রুমের দিকে চলে যান। ঠিক কি কারণে সহকারী ম্যাচ অফিসিয়ালদের উপর দর্শকরা এভাবে আক্রমণ করে তার কারণ অবশ্য জানা যায়নি। তবে ফেনেরবাচে তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানায়, ফলাফলটা তাদের পক্ষে গিয়েছে। লিগ জয়ের দৌড়ে বর্তমানে তারা পয়েন্ট টেবিলে দু’নম্বর স্থানে রয়েছে।এমআর/পিআর

Advertisement