দেশজুড়ে

জামালপুরে হত্যা মামলায় কারাগারে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান

জামালপুরে সার ব্যবসায়ী নওশের আলী হত্যা মামলায় মাদারগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

Advertisement

সোমবার (১ জুলাই) বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ২০২০ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে সন্ত্রাসীদের হামলায় আহত হন সার ব্যবসায়ী নওশের আলী। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে চেয়ারম্যান রিমুর নাম উঠে এলে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে আসেন তিনি।

রোববার জামিনের মেয়াদ শেষে সোমবার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন রায়হান রহমতুল্লাহ রিমু।

মো. নাসিম উদ্দিন/এফএ/জেআইএম