ক্যাম্পাস

ঢাবি ক্যান্টিনের খাবারে টাকা-তেলাপোকা পাওয়ার ঘটনায় তদন্ত কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের ক্যান্টিনে খাবারে দশ টাকার নোট ও তেলাপোকা পাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন।

Advertisement

সোমবার (১ জুলাই) তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানা যায়। হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটির বিষয়ে জানানো হয়।

আরও পড়ুনঢাবি ক্যান্টিনের খাবারে মিললো ১০ টাকার নোট 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ জুন হাজী মুহম্মদ মুহসীন হল ক্যান্টিনের খাবারে একটি দশ টাকার নোট ও তেলাপোকা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে বিষয়টির সঠিক অনুসন্ধান ও কার্যকর ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে আবাসিক ও সহকারী আবাসিক শিক্ষকদের সভায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক হলের সিনিয়র আবাসিক শিক্ষক মো. জসিম উদ্দিন। এছাড়া সদস্য করা হয়েছে হলের আবাসিক শিক্ষক একরামুল হুদা এবং সহকারী আবাসিক শিক্ষক আরিফুর রহমানকে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে অনুরোধ করা হয়েছে।

Advertisement

এমএইচএ/কেএসআর