আইন-আদালত

স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

নিজের স্ত্রীকে হত্যা মামলায় স্বামী মো. হানিফ শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আমিনুল ইসলামের আদালত এ রায় দেন। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

Advertisement

সোমবার (১ জুলাই) আদালতের বেঞ্চ সহকারী মিলন ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৭ জুন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন আদালত। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. হানিফ শেখ মুন্সিগঞ্জের শ্রীনগর থানার মুন্সিরহাট গ্রামের মৃত মোফাজ উদ্দিনের ছেলে। রায়ে উল্লেখ করা হয়, আসামি আগামী সাতদিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫ আগস্ট রাজধানীর উত্তরখানের ভাড়া বাসায় হানিফ শেখ তার স্ত্রী ইসমত আরাকে হত্যা করেন। পরিবারে দরিদ্রতাকে কেন্দ্র করে প্রায়ই হানিফের সঙ্গে ইসমত আরার ঝগড়া হতো। হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে বাড়ির সেপটিক ট্যাংকের মধ্যে লুকিয়ে রাখেন হানিফ।

Advertisement

এ ঘটনার পরদিন মরদেহ দেখতে পেয়ে রাজধানীর উত্তরখান থানায় হত্যা মামলা করেন বাড়ির ভাড়াটিয়া মো. বাদশা মিয়া। এরপর হানিফকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন মো. হানিফ।

মামলাটি তদন্ত শেষে পরের বছরের ১৬ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা উত্তরখান থানার এসআই মকবুল হোসেন। মামলার বিচার চলাকালে আদালত মোট ১৭ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

জেএ/বিএ/কেএসআর

Advertisement