দেশজুড়ে

থানচিতে নৌকা ডুবে দুই শিক্ষার্থী নিখোঁজ

বান্দরবানের থানচিতে স্কুলে যাওয়ার সময় নৌকা ডুবে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সোমবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পদ্মমুখ সংলগ্ন চিংড়ি ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

নিখোঁজ দুই শিশু হলো ২ নম্বর তিন্দু ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হরিশচন্দ্র পাড়া এলাকার মুতিজং ত্রিপুরার মেয়ে শান্তি রানি ত্রিপুরা (১০) ও একই এলাকার নিলাপ্রু ত্রিপুরার মেয়ে ফুলবানী ত্রিপুরা (৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, হরিশচন্দ্র পাড়া থেকে আরও কয়েকজনসহ নৌকাযোগে বিদ্যালয়ে যাচ্ছিল শান্তি রানি ত্রিপুরা ও ফুলবানী ত্রিপুরা। নৌকাটি ঝিরির মাঝামাঝি পৌঁছালে প্রবল স্রোতে ডুবে যায়। এসময় অন্যরা সাঁতরে তীরে পৌঁছালে নিখোঁজ রয়েছে শিশু দুটি। সবশেষ সন্ধ্যা ৭টা পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন, হরিশচন্দ্র পাড়ার তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে পড়ুয়া দুই শিক্ষার্থী রুনাদন পাড়া যাওয়ার পথে নৌকা ডুবে নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, থানচিতে নৌকা ডুবে দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর শুনেছি। খোঁজ নিয়ে বিস্তারিত জানা যাবে।

নয়ন চক্রবর্তী/এসআর/এএসএম